মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব:
গত ২৩ জুলাই রবিবার ৫৭ ধারা বাতিলের দাবিতে রিপোর্টার্স এসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদিআরব পশ্চিমাঞ্চল এর আয়োজনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জেদ্দাস্থ হোটেল লিমার ইন্টারন্যশনাল হল রুমে ওই প্রতিবাদ সভার সংগঠনটির সভাপতি চ্যানেল আই সৌদিআরব প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিন বলেন, ‘৫৭ ধারা বাতিলের দাবিতে দশের সাংবাদিকদের সাথে আমরাও ঐক্যবদ্ধ আছি। সরকারের কাছে দাবি করছি, অবিলম্বে ৫৭ ধারা বাতিল করেন। তবে সেখানকার সব কিছু ডিজিটাল সিকিউরিটি এ্যাক্টের ১৯ ও ২০ ধারায় থাকলে সাংবাদিকরা তা মেনে নেবে না।’
তথ্য-প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারাকে স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী দাবি করে তা বাতিলের দাবি জানিয়ে আসছেন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক বৃন্দরা।
প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাভিশন প্রতিনিধি সোহেল রানা, ভারপ্রাপ্ত সাধারণসম্পাদক সাজিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বাহার উদ্দিন বকুল, ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক সেলিম আহমেদ, আরটিভি’র প্রতিনিধি হানিস সরকার উজ্জল, সাংবাদিক মোহাম্মদ ফিরোজ, সাংবাদিক মোবারক হোসেন ভূঁইয়ার, সাংবাদিক আল মামুন শিপন, সাংবাদিক কাউছার আহমেদ ও সাংবাদিক খলিল চৌধরী প্রমুখ।