ডেস্ক নিউজ:
চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে কাঠ নামাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার রাতের কোনো এক সময় বন্দর জেটিতে নোঙ্গর করা ‘এমভি লতিকা নারী’ নামে বিদেশি জাহাজে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম বন্দর থানা পুলিশের এসআই রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, রাতে চার শ্রমিক আফ্রিকা থেকে চট্টগ্রাম বন্দরে আসা ওই কাঠ বোঝাই জাহাজ থেকে কাঠ নামানোর কাজ করছিলেন। রাতের কোনো এক সময় দুজন শ্রমিক সরু সিঁড়ি দিয়ে জাহাজে নামতে গিয়ে জাহাজের ভেতরে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। তাদের মরদেহ জাহজের ভেতরে সিঁড়ির নিচে পাওয়া গেছে।
এসআই রবিউল ইসলাম বলেন, আমরা মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। নিহতদের পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা থানায় এসে মরদেহ নিয়ে যাবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।