শাহেদ মিজান, সিবিএন:
টানা বৃষ্টিতে কক্সবাজার শহরের কলাতলীতে পাহাড়ধসে গুরুতর আহত চারজনের মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৪ টায় শহরের লাইট হাউজ এলাকায় পাহাড় ধসে হোটেল মিডিয়া ইন্টারন্যাশনালের ৪ জন কর্মচারী ( রুম বয় ) মাটি চাপা পড়ে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল আটটায় দুই যুবকের মৃত্যু হয়। নিহতরা হলেন, সদর উপজেলার পিএম খালীর এরশাদ উল্লাহ’র ছেলে সাদ্দাম হোসেন (২৮) ও চৌফলদন্ডীর নুরুল হকের ছেলে মোহাম্মদ শাহেদ (১৮) । আহরা হলেন বশির উল্লাহ’র ছেলে দেলোয়ার হোসেন (২৫) ও নিহত সাদ্দামের ভাই আরফাত হোসেন (৩০)।কক্সবাজার সদর থানার ওসি রনজিৎ বড়ুয়া জানান, লাইট হাউজের মাটি চাপার ঘটনায় নিহত ও আহত ৪ জনই হোটেল মিডিয়া ইন্টারন্যাশনালের কর্মচারী।
অন্যদিকে রামুর চেইন্দা এলাকায় পাহাড়ধসের ঘটনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের সায়মা (৫) ও জিহান (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। মাটিচাপা পড়া অবস্থায় তাদের বাবা জিয়াউর রহমান (৩৫) ও মা আনার কলিকে (২৯) জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার দম্পতিকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল মালেক জানান, দু’পৃথক ঘটনায় চার জন মারা গেছে। এছাড়াও উখিয়া, টেকনাফেও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত আরও ছয়জন আহত হয়েছে বলে জানা গেছে।