হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:
নাফনদীতে হাতির মৃতদেহ পাওয়া গেছে। সোমবার সকালে টেকনাফের নাফনদীর হ্নীলা জালিয়াপাড়া পয়েন্টে একটি বড় মৃত হাতির মৃত দেহ দেখা যায়।
খবর পেয়ে টেকনাফ সদর বিট কর্মকর্তা সাজ্জাদ হোসাইন, হ্নীলা বিট কর্মকর্তা শহীদুল হক, উপকূলীয় বন বিভাগ হ্নীলা বিট কর্মকর্তা জহিরুল ইসলাম, ফরেস্টার নাসির উদ্দিন বিকাল ৪টায় হাতিটি পরিদর্শনে আসেন।
এসময় স্থানীয় ৫নং ওয়ার্ড মেম্বার জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।
ধারণা করা হচ্ছে, কয়েক দিন পূর্বে প্রবল বৃষ্টির কারণে উজানে সৃষ্ট স্রোতে বাংলাদেশ অথবা মিয়ানমার সীমান্ত অতিক্রম করার সময় হাতিটি স্রোতের টানে ভেসে এসেছে। তবে হাতিটির দেহে আঘাতের চিহ্ন রয়েছে।
বিট কর্মকর্তাবৃন্দ জানান পরিবেশ দূষণ রোধে মৃত হাতিটি মাটিতে পুঁতে ফেলার ব্যবস্থা নেয়া হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।