প্রেস বিজ্ঞপ্তি :
রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম সেলিম ও দৈনিক সমুদ্রকণ্ঠের প্রতিনিধি আবুল কাশেম সাগরের উপর হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।
সোমবার (২৪ জুলাই) সন্ধ্যায় রামু প্রেস ক্লাব প্রাঙ্গণে প্রেস ক্লাবের উদ্যোগে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আমীর হোছাইন হেলালীর সভাপতিত্বে প্রতিবাদী কর্মসূচীতে অংশ নেন রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এস মোহাম্মদ হোসেন, সাংবাদিক এইচবি পান্থ, এম. আব্দুল্লাহ আল মামুন, খালেদ হোসেন টাপু, হাসান তারেক মুকিম, অর্পন বড়ুয়া, মুহাম্মদ আবুল মঞ্জুর, মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, আহমদ ছৈয়দ ফরমান, গোলাম মওলা, মো. নাছির উদ্দিন, নুর মোহাম্মদ, সুশান্ত পাল বাচ্চু, প্রকাশ সিকদার, রনজিত কুমার দে ও সাহেদ কায়সার প্রমূখ।
সেলিম-সাগরের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা প্রক্রিয়া শুরু করার জন্য অবস্থান কর্মসূচী থেকে দাবী জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।