শহিদ রুবেল, উখিয়া :
উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের নলবুনিয়া গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ২৪ জুলাই সোমবার আনুমানিক রাত ৩ টার দিকে  সশস্ত্র ডাকাতদল ছাদের দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে নগদ টাকা এবং  ১৩ ভরি স্বর্ণালংকার লুট করেছে। এসময় ডাকাতদের হামলায়  ৪ জন আহত হয়েছে বলে জানা গেছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ডাকাতির সংবাদ পাওয়া মাত্র পুলিশের একটি দল গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত ওই পরিবারের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পাওয়া মাত্র তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।