পেকুয়া সংবাদদাতা:
পেকুয়ায় জমির বিরোধ নিয়ে দিনমজুর পরিবারের উপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এতে স্কুল ও কলেজ ছাত্রীসহ ওই পরিবারের ৬ সদস্য আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের ফুলতলা করলিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-একই এলাকার মৃত আব্দুল গফুর ছেলে রফিক আহমদ (৬০), তার স্ত্রী মোশরাফা খানম (৫০), মেয়ে তাসমিন সুলতানা (২০), কলেজছাত্রী জান্নাতুল হাফসা (১৮), মাদ্রাসা ছাত্রী জান্নাতুল মুফাসিরিন (১৬) ও মাদ্রাসা ছাত্রী মিফতাহুল জান্নাত তামান্না (১৫)।
আহত রফিক আহমদ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই এলাকার মৃত হোসেন মাষ্টারে পরিবার ও আব্দুল খালেকের ছেলে জমির হোসেনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত পূর্বপরিকল্পিতভাবে ঘরে ঢুকে আমার পরিবারের সদস্যদের উপর হামলা চালায় এবং পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহিুরুল ইসলাম খান জানান, এখনো কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগে পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।