এম আবু হেনা সাগর, ঈদগাঁও:
টানা কয়েকদিন ধরে প্রচন্ড বৃষ্টিপাতে জেলা সদরের ঐতিহ্যবাহী ঈদগাঁও ফুলেশ্বরী নদীর পাড় ভেঙ্গে আর নতুন করে ফাটল দেখা দেওয়ায় চলাচলকারী লোকজনের মাঝে চরম আতংক দেখা দিয়েছে। যেকোন মূহুর্তে এটি পুরোদমে ভেঙ্গে ঈদগাঁও বাজার হয়ে পোকখালী-গোমাতলী কিংবা ইসলামাবাদের বিভিন্ন পাড়া গাঁয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশা-পাশি ঘরবাড়ী, জমি ও শিক্ষা প্রতিষ্ঠান পানির সাথে বিলিন হয়ে যাওয়ার আশংকা প্রকাশ করেন এলাকাবাসী।
এদিকে উক্ত ভাঙ্গনটি ২৪ জুলাই দুপুরের দিকে পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মাহিদুর রহমান। সাথে ছিলেন ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নূর ছিদ্দিক, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, ঈদগাহ রিপোর্টাস সোসাইটি সভাপতি এম আবু হেনা সাগর, বজলুর রশিদ সহ সচেতন এলাকাবাসী। এ সময় বন্যার পানিতে ভেঙ্গে যাওয়া নদীর পাড়টি দ্রুত সময়ে সংস্কারের জোর দাবী জানানো হয়।