ঘুমধুম সংবাদদাতা:
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে দীর্ঘদিনের জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সহোদর ২ ভাইয়ের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে দুই পরিবারের অন্তত ৫ জন আহত হয়েছে।
২৪ জুলাই সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- মো: দেলোয়ার (৩০), স্ত্রী রুবি(২৬), আপন বড় ভাই মো: বশর(৩৫), স্ত্রী জাহানারা(২৭), ঝগড়া থামাতে গিয়ে তাদের মাতা আমিনা খাতুন (৭০)ও আহত হন। আহতদের বর্তমানে উখিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ঘুমধুম পূর্ব পাড়ার মৃত সোলতান আহমদের পুত্র মো: বশর ও মো: দেলোয়ারের মাঝে মতবিরোধ চলে আসছিল পৈত্রিক রেখে যাওয়া সম্পদের ভাগ-বিতন্ডা নিয়ে। এর আগেও উভয় পক্ষ কয়েকবার ঝগড়াফ্যাসাদে জড়িয়ে পড়ে।
ঘুমধুম ইউপি প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন ও মহিলা ইউপি সদস্যা খালেদা বেগম বলেন আমরা সমাজের মান্যগন্য ব্যক্তিবর্গ নিয়ে কয়েকবার সালিসি বৈঠকে বসলেও তাদের মাঝে সমঝোতা না হওয়ায় বিচারটি সুরাহা করা যায়নি। এ ব্যাপারে জানতে চাওয়া হলে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) ইমন চৌধুরী বলেন ভাইয়ে ভাইয়ে সংঘর্ষের খবর শুনেছি তবে এখনো কোন পক্ষে অভিযোগ করেনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঘুমধুমে দুই সহোদর পরিবারের মধ্যে সংঘর্ষ: আহত ৫
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।