সিবিএন:
কক্সবাজারে এবার মাদক ব্যবসায়ীদের হামলায় আহত হলেন দৈনিক বাঁকখালী পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী।
সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে পৌরসভার ১ নং ওয়ার্ড সমিতিপাড়ায় ঘটনাটি ঘটে।
আহত সাইফুল ইসলাম চৌধুরী বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাজুল ইসলাম (২৫) একজনকে আটক করেছে পুলিশ। সে ওই এলাকার দুধ মিয়ার ছেলে।
আহত সাইফুল ইসলাম চৌধুরী জানান, এলাকায় কিছু চিহ্নিত মাদকসেবী ও মাদক ব্যবসায়ী দীর্ঘদিন তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। অলিগলিতে তারা নিয়মিত মাদকের হাঁট বসিয়ে আসছে। এতে বাঁধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা করে।
এ প্রসঙ্গে কক্সবাজার সদর মডেল থানার ওসি রনজিত কুমার বড়–য়া জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জতিড়দের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া এলাকায় কারা মাদক ব্যবসায় জড়িত তাদের চিহ্নিত করা হবে বলেও জানান ওসি রনজিত কুমার বড়–য়া।