সিবিএন:
কক্সবাজারে এবার মাদক ব্যবসায়ীদের হামলায় আহত হলেন দৈনিক বাঁকখালী পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী।
সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে পৌরসভার ১ নং ওয়ার্ড সমিতিপাড়ায় ঘটনাটি ঘটে।
আহত সাইফুল ইসলাম চৌধুরী বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাজুল ইসলাম (২৫) একজনকে আটক করেছে পুলিশ। সে ওই এলাকার দুধ মিয়ার ছেলে।
আহত সাইফুল ইসলাম চৌধুরী জানান, এলাকায় কিছু চিহ্নিত মাদকসেবী ও মাদক ব্যবসায়ী দীর্ঘদিন তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। অলিগলিতে তারা নিয়মিত মাদকের হাঁট বসিয়ে আসছে। এতে বাঁধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা করে।
এ প্রসঙ্গে কক্সবাজার সদর মডেল থানার ওসি রনজিত কুমার বড়–য়া জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জতিড়দের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া এলাকায় কারা মাদক ব্যবসায় জড়িত তাদের চিহ্নিত করা হবে বলেও জানান ওসি রনজিত কুমার বড়–য়া।
মাদক ব্যবসায়ীদের হামলায় দৈনিক বাঁকখালী সম্পাদক আহত
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।