সংবাদ বিজ্ঞপ্তি:
মুক্তিযুদ্ধের সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা মো.ইসহাক মিয়া ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (২৪ জুলাই) সকাল ১১টা ৪০ মিনিটে নগরীর মেহেদিবাগে ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বর্ষিয়ান এই রাজনীতিক জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮বছর। তার বাসা নগরীর আগ্রাবাদের হাজীপাড়া এলাকায়।
প্রবীণ এই নেতার স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে ছিল।
১৯৭০ সালের গণপরিষদ সদস্য ইসহাক মিয়া সর্বশেষ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর সদস্য ছিলেন। ১৯৮৮ সালে তিনি বন্দর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
মরহুমের রূহের মাগফিরাত ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন সাবেক সাংসদ ও সাবেক কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এএইচ সালাহ উদ্দিন মাহমুদ।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য ইসহাক মিয়া চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনের প্রিয়মুখ ছিলেন। বার্ধক্যেও রাজনীতির মাঠ ছেড়ে যাননি তিনি। আঞ্চলিক ও সাধু ভাষার মিশ্রণে ইসহাক মিয়ার রসমিশ্রিত বক্তব্য উজ্জীবিত করতো নেতাকর্মীদের। তার নির্দেশনা ও পরামর্শে তারা মুক্তিযুদ্ধে কক্সবাজারসহ বৃহত্তর চট্টগ্রামে সংগঠিত হয়েছিলেন।
মুক্তিযুদ্ধে সংগঠকের ভূমিকা পালন করা ইসহাক মিয়ার বাংলাদেশের প্রতিটি গণআন্দোলনে অবদান রয়েছে।