অনুপম বড়ুয়া টিপু, প্যারিস থেকে
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, ‘দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকারকে আগামী নির্বাচনেও বিজয়ী করতে হবে। স্বাধীনতার ৪৬ বছরে আ’লীগ ক্ষমতায় ছিলো ১৫ বছর। বাকী সময়তে বিএনপি স্বৈরশাসক ক্ষমতায় থাকলেও তারা দেশের কোন উন্নয়ন করতে পারেনি। আ’লীগ সরকার উন্নয়নের সরকার। বর্তমান সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশে একশটি অর্থনৈতিক অঞ্চল করতেছে। সেগুলো বাস্তবায়ন হলে দেশ দ্রুততম  সময়ের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হবে। তিনি  গতকাল( ২৩ জুলাই ২০১৭)  রবিবার স্থানীয় সময়  বিকেল ৩ টায়  ফ্রান্সস্থ কুশলায়ন বুদ্ধিষ্ট মেডিটেশন সেন্টারের ২য় প্রতিষ্টা বার্ষিকীর আলোচনা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান কালে এসব কথা  বলেন।
ফ্রান্সের রাজধানী প্যারিসের উপশহরে দিনব্যাপি কর্মসূচীতে সকালে  অষ্ট পরিস্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজ মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানে শ্রীলঙ্কান বৌদ্ধ ভিক্ষু কে, আনন্দ নায়ক থের মহোদয়ের  সভাপতিত্বে অনুষ্টিত হয়। অন্যাদের মধ্যে ভদন্ত বুদ্ধপ্রিয় ভিক্ষু, ভদন্ত সোমানন্দ ভিক্ষু, ভদন্ত প্রজ্ঞাপ্রিয় ভিক্ষু,  শ্রীলঙ্কান, ভিয়েতনামী সহ   বিভিন্ন দেশের  ভিক্ষুরা অংশ নেন।
বিকেলে উক্ত প্রতিষ্টা বার্ষিকীর আলোচনা সভায়  সভাপতিত্ব করেন বহু গ্রন্থ প্রণেতা, পন্ডিত প্রবর ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের । অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক  ভদন্ত জ্যোতিঃসার থের। এতে আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি নওগাঁর সাংসদ মি. সাধন চন্দ্র, ভিয়েতনাম  বৌদ্ধ ভিক্ষু ভেনারবল, মিংডিং প্রমুখ। যৌথ সঞ্চালনায়  ভদন্ত জ্যোতিঃসার থের, উদয়ন বড়ুয়া
মংগলাচরন করেন ভদন্ত বিজয়ানন্দ শ্রামণ, উদ্ধোধনী সংগীতে বরণ বড়ুয়া, তবলায় সংগত করেন অরুপ বড়ুয়া অপু। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা  হয়।
মন্ত্রী আরো বলেন,সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশ যেভাবে আছে সেভাবে থাকবে এ ব্যাপারে জননেত্রী শেখ হাসিনার সরকার সজাগ আছে।
অনুষ্ঠানে ফ্রান্সের কুশলায়ন বুদ্ধিষ্ট মেডিটেশন সেন্টারের গত দুই বছরের বিভিন্ন সফলতার বিষয় তুলে ধরেন বক্তারা।