মোহাম্মদ হোসেন, হাটহাজারী:

ফল প্রকাশের দুই দিন আগে হাসপাতালের বিছানায় শুয়ে মাকে বলেছিল ‘মা রবিবার আমার রেজাল্ট হবে, আমার জন্য দোয়া করিও।’ গত শুক্রবার কথা বলে ছিলেন ইফতি।

শুক্রবার (২১ জুলাই) না ফেরার দেশে চলে গেছেন ইফতি। চট্টগ্রামের হাটহাজারী কলেজের মানবিক শাখা থেকে এ বছর উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশ নিয়েছিলেন সে।

রবিবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, জিপিএ ৪.০৮ পেয়ে তিনি উত্তীর্ণ হয়েছেন। কিন্তু সে শুনে যেতে পারলেন না প্রকাশিত ফলাফল। ফল প্রকাশের মাত্র দুইদিন আগে চলে গেছেন না ফেরার দেশে।

ইফতি হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের লাল মোহাম্মদ খান বাড়ির মো. আলী আকবরের ছেলে বলে জানা গেছে। তিন ভাইবোনের মধ্যে ইফতি ছিলেন সবার ছোট।

গত বুধবার হঠাৎ পেটে ব্যথা অনুভব হলে তার পরিবারের সদস্যরা দ্রুত তাকে প্রথমে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা তার অবস্থা অবনতি দেখতে পেয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক)হাসপাতালে পাটিয়ে দেয়। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সে চলে যায় না ফেরার দেশে।