ইমরান হোসাইন, পেকুয়া

পেকুয়ায় জমির বিরোধ নিয়ে এক দিনমজুর পরিবারের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে স্কুল ও কলেজছাত্রী সহ ওই পরিবারের ৬ সদস্য আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

রবিবার (২৩জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের ফুলতলা করলিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন একই এলাকার  মৃত আব্দুল গফুর ছেলে রফিক আহমদ(৬০), তার স্ত্রী মোশরাফা খানম(৫০), মেয়ে তাসমিন সুলতানা(২০), কলেজছাত্রী জান্নাতুল হাফসা(১৮), মাদ্রাসা ছাত্রী জান্নাতুল মুফাসিরিন(১৬) ও মাদ্রাসা ছাত্রী মিফতাহুল জান্নাত তামান্না(১৫)।

আহত রফিক আহমদ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই এলাকার মৃত হোসেন মাষ্টারের স্ত্রী হাসিনা বেগম, ছেলে এনাম হোসেন, তারেক হোসেন, মেয়ে খাইরুন্নেছা, ফোরকানা ইয়াসমিন, মৃত বারেক আহমদের ছেলে ওয়াহিদ, আব্দুল মান্নানের ছেলে আমজাদ হোসেন, শাহাদাত ও আব্দুল খালেকের ছেলে জমির হোসেন পূর্বপরিকল্পিত ভাবে রাতের অন্ধকারে ঘরে ঢুকে আমার পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। এব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।