ডেস্ক নিউজ্:
ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকায় ট্রাকচাপায় বাবা ও দুই ছেলের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের গোলকপুর গ্রামের কোরাব আলীর ছেলে রওশন আলম সাদ্দাম, তার দুই ছেলে জিয়াম (৭) ও তামিম (২)। এ সময় নিহত সাদ্দামের স্ত্রী জলি খাতুন গুরুতর আহত হয়েছেন। তাকে সিরাজগঞ্জ সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করে জানান, একটি ট্রাক ঢাকা থেকে বগুড়ায় যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৭টায় ট্রাকটি সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকায় পৌঁছে পথচারী রওশন আলম সাদ্দামকে স্বপরিবারে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সাদ্দাম ও তার দুই ছেলে নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। এ ঘটনায় ট্রাক চালক আব্দুল জলিল ও হেলপার শাকিলকে আটক করেছে পুলিশ।
এ নিয়ে শনিবার সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য বিএনপি নেতা আমিরুল ইসলাম গ্রহসহ ছয়জনের মৃত্যু হলো।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।