মোঃ শাহীন, টেকনাফ:
টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা নাফনদী সীমান্তে ৩০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২ বিজিবি অধিনায়ক লে. কণেল এস এম আরিফুল ইসলাম জানান, ২২ জুলাই শনিবার রাতে লেদা বিওপি বিজিবির একটি বিশেষ টহলদল হ্নীলা লেদা চুরি খাল সংলগ্ন নাফনদী এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পাচারকারী কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায়। উদ্ধার ইয়াবার আনুমানিকমূল্য ৯০ লাখ টাকা বলে জানায়।
এদিকে উদ্ধার ইয়াবা সমূহ ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তর, সংশ্লিষ্ট কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।