আবদুল মজিদ, চকরিয়া:

চকরিয়ায় ফাঁসিয়াখালী রেঞ্জের অধীনস্থ দক্ষিণ বনবিভাগের রিংভং বনবিট এলাকার আওতাধীন উচিতারবিল এলাকায় অভিযান চালিয়ে বেশ কটি কর্তনকৃত গর্জন গাছ জব্দ করা হয়েছে। ২২জুলাই সকালে কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বনসংরক্ষক মো.ইউসুফ, সহকারী বনসংরক্ষক মো.বেলায়েত হোসেন বনকর্মীদের সাথে নিয়ে এ অভিযান চালায়। অপরদিকে চকরিয়া নলবিলা বনবিট কর্মকর্তা মো: আকরাম আলী ফরেষ্টার জানান, তার বিটের আওতাধীন শিয়াল্যামোড়া এলাকায় বন বিভাগ অভিযান চালিয়ে মূল্যমানের মাদার ট্রি কর্তনকৃত ৭৬ ঘনফুট গাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত ৭৬ঘনফুট গাছ গুলি বিটে নিয়ে যান বনকর্মীরা।

উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো.আবদুল মতিন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন,অবৈধ কাঠচোর জড়িতদের বিরুদ্ধে বনবিভাগের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।