আবদুল মজিদ, চকরিয়া:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন শাখার আহবায়কের উপর হামলার অভিযোগ উঠেছে একই কমিটির সদস্য অলী উল্লাহ’র বিরুদ্ধে। এনিয়ে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সদস্য সচিব। এরই প্রেক্ষিতে উপজেলা বিএনপির সভাপতির নির্দেশনায় খুটাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলী আহমদকে ৭দিনের মধ্যে ঘটনার বিবরণসহ জবাব চেয়ে এবং দলের ভাবমুর্তি ক্ষুন্ন ও শৃংখলা ভঙ্গের দায়ে ২২জুলাই কারণ দর্শানোর নোটিশ দিয়ে দিয়েছেন উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক।

অভিযোগে ও নোটিশ সূত্রে জানাগেছে, গত ২০জুলাই বিকেলে খুটাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সম্মেলন ছিল। ওই সম্মেলনে ইউনিয়ন বিএনপির সভাপতি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যাওয়ার পথে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও মৌলানা জহির আহমদের পুত্র অলী উল্লাহ সভাপতির গাড়ী গতিরোধ করে সভাপতিসহ তার সঙ্গীদের উপর হামলা চালায় এবং ইচ্ছাকৃতভাবে সভা ভন্ডুল করার চেষ্টা করে। সত্যতা নিশ্চিত করে চকরিয়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জানিয়েছেন, ৭দিনের মধ্যে যথাযথ লিখিত বক্তব্য উপস্থাপন না করলে দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেবেন উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক।