আবদুল মজিদ, চকরিয়া:
কক্সবাজার জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খালেদ মোহাম্মদ মিতুনের উদ্যোগে চকরিয়া উপজেলার বন্যা দুর্গত পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন ও আশপাশ এলাকার গরীব-দুঃস্থ ৫শতাধিক নারী-পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষুধ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে স্কুল প্রাঙ্গনে আয়োজন করা হয় এক সূধী সমাবেশের। পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, উেেদ্বাধক ছিলেন অনুষ্ঠানের আয়োজক জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক বিশিষ্ট সমাজসেবক খালেদ মোহাম্মদ মিতুন। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং জেলা পরিষদ সদস্য কমর উদ্দিন আহামদ, জেলা আওয়ামীলীগের সদস্য এ.টি.এম. জিয়াউদ্দিন চৌধুরী ও আমিনুর রশিদ দুলাল, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মকছুদুল হক ছুট্টু, চকরিয়া উপজেলা আওযামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন জয়নাল, সহ-সভাপতি ও বিশিষ্ট শ্রমিক নেতা ফজলুল করিম সাঈদী, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি এরফান উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌর কৃষক লীগের সভাপতি সুলাল চন্দ্র সুশীল, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল চকরিয়া উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি ইকবাল দরবেশী বক্তৃতা করেন। এছাড়াও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা কৃষকলীগের সভাপতি হাসান আলী, সাধারণ সম্পাদক ফজলুল কাদের, কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জাফর আলম সিকদার, বরইতলী ইউনিয়ন আওযামীলীগ নেতা সেলিম উল্লাহ্্ বাহাদুর, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, ঢেমুশিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ফরিদুল আলম, মাতামুহুরী উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, মাতামুহুরী উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজবাহউদ্দিন বেলাল, ইউনিয়ন ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ্্ আল মামুন ও ছাত্রনেতা ইনতিসার রাব্বী সহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চিকিৎসা ক্যাম্পের উদ্যোক্ত খালেদ মোহাম্মদ মিতুন বলেন- জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার জনগণের স্বাস্থ্য সেবা মানুষের দৌড়-গোড়ায় পৌঁছিয়ে দিয়েছেন, তাঁর এ উদ্যোগ সফল করার নিমিত্তে সরকারী উদ্যোগের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে আওয়ামীলীগের একজন কর্মী হিসেবে আমার এ ক্ষুদ্র প্রয়াস।
রেজাউল করিম বলেন- ঢেমুশিয়া উন্মুক্ত জলমহাল সহ চকরিয়ার বিভিন্ন উন্মুক্ত খাল ও নদী দখল পুর্বক অবৈধভাবে যারা বিপুল অর্থ কামাই করেছে, মাদক বিক্রয়কারী এবং চোরাকারবারীদের সাথে যাদের সম্পর্ক এবং স্বার্থের ব্যাঘাত জনিত কারণে যারা নিরীহ মানুষকে মামলা দিয়ে জড়িয়ে হয়রাণী করেছে তারা কখনো বাংলাদেশ আওয়ামীলীগের মতো একটি প্রাচীণ গন সংগঠনের কেউ হতে পারেনা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।