দৈনিক সকালের কক্সবাজার পত্রিকায় গত ২১ জুলাই ‘ জেলায় সক্রিয় দু’শতাধিক মোটর সাইকেল চোর’ শিরোনামে প্রকাশিত সংবাদটি একাংশ আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। সংবাদে সোলাইমান প্রকাশ সালমানের নাম মিথ্যা, উদ্দেশ্যপ্রনোদিত ও হয়রানীমূলকভাবে ছাপানো হয়েছে। প্রশাসনকে বিভ্রান্তি করতে একটি চক্র আমার নামে মিথ্যা তথ্য দিয়েছে সংবাদকর্মী ভাইদের। আসলে এমন খারাপ কাজে আমি জড়িত নয়, আগেও জড়িত ছিলাম না।

মূলকথা- আমি এখনো ছাত্র। কক্সবাজার কর্মাস কলেজের দ্বাদশ শ্রেনিতে পড়ি। বিডিআর ক্যাম্প এলাকায় আমাদের অনেক দোকানও রয়েছে। তাছাড়া তিনটি ট্রাকও আছে। আমি পরিবারের বড় ছেলে। এই সুবাধে ট্রাক গুলো আমি দেখা শোনা করি। আমার পরিবারও অর্থশালী। সুতারাং অবৈধ ব্যবসার টাকা বা খারাপ কাজ করে অর্থ আদায় করার কোনো প্রশ্ন আসে না।
অনেকেই নিজেদের আড়ালে রাখার অংশ হিসেবে উদ্দেশ্যমূলকভাবে সাংবাদিক ভাইদের ভুয়া ও মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে মানহানিকর এই সংবাদ পরিবেশন করিয়েছে।
এতে সাংবাদিক, প্রশাসন, আইনশৃংখলা বাহিনী, সচেতন ব্যক্তিবর্গ সবাইকে আমার নামে এই মিথ্যা সংবাদে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী
সোলাইমান সিকদার সালমান
বিডিআর ক্যাম্প, পৌরসভা, কক্সবাজার।