কক্সবাজারে নারায়াণা হেলথ-এর দুইদিন ব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প

প্রকাশ: ২২ জুলাই, ২০১৭ ০৩:১১ , আপডেট: ২২ জুলাই, ২০১৭ ০৩:৩৯

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


চিকিৎসাসেবা দিচ্ছেন- নাক-কান-গলা বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ সৌরভ দত্ত।

ইমাম খাইর, সিবিএন:
ভারতের বিখ্যাত নারায়াণা হেলথ এর বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে দুইদিন ব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প কক্সবাজারে শুরু হয়েছে। শনিবার (২২ জুলাই) সকাল থেকে কক্সবাজার হাসপাতাল সড়ক সংলগ্ন শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরীতে কলকাতার ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক নাক-কান-গলা হৃদরোগ ও নিউরোসার্জারীর উপর চিকিৎসা ও পরামর্শ প্রদান করছেন। দুইদিনের ক্যাম্পে প্রায় ৩০০জন রোগী নিবন্ধিত হয়েছে। রবিবার সমাপনী দিন।
এতে চিকিৎসাসেবা দিচ্ছেন- নাক-কান-গলা বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ সৌরভ দত্ত, কার্ডিওলজি কনসালটেন্ট ডাঃ কোন্তল ভট্টাচার্য্য, ইএনটি সার্জন ডাঃ সম্রাট ব্যানার্জি ও নিউরো সার্জন ডাঃ পার্থ প্রতিম বিঞ্চু।

চিকিৎসাসেবা দিচ্ছেন কার্ডিওলজি কনসালটেন্ট ডাঃ কোন্তল ভট্টাচার্য্য।

সংশ্লিষ্ট সুত্রের দাবী, চট্টগ্রামের বৃহৎ অঞ্চলের প্রায় দেড় লাখ রোগীর প্রতি বছর ৩ থেকে ৫ হাজার কোটি টাকা ভারতে চিকিৎসা খাতে চলে যায়। অনেকে দালালের খপ্পরে পড়ে প্রতারিত হয়। বিষয়টি বিবেচনা করে নারায়াণা হেল্থ কর্তৃপক্ষ চট্টগ্রামে ইনফরমেশন সেন্টার প্রতিষ্ঠা করেছে। ভারতে না গিয়ে চট্টগ্রাম সেন্টার বসেই যেন রোগীরা ফলোআপ চিকিৎসা নিতে পারে, হাসপাতাল কর্তৃপক্ষ সেই ব্যবস্থা করেছে।

চিকিৎসাসেবা দিচ্ছেন ইএনটি সার্জন ডাঃ সম্রাট ব্যানার্জি।

চট্টগ্রাম ইনফরমেশন সেন্টারের প্রধান রোটারিয়ান ম্রিনাল কান্তি দত্ত জানান, নারায়াণা হেল্থ বর্তমানে কোলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুর ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অভ কার্ডিয়াক সায়েন্সেস, নারায়াণা সুপারস্পেশালিটি হাসপাতাল, হাওড়া এবং ব্যাঙ্গালোরে-নারায়াণা হেলথ সিটিতে ব্যাপক সংখ্যক বাংলাদেশী রোগীকে চিকিৎসা সেবা দিয়ে থাকে।
নারায়াণা হেলথ- এর জোনাল ডিরেক্টর (পূর্ব অঞ্চল) আর ভেণকটেশ বলেন, ব্যাঙ্গালোর ও কোলকাতায় আমাদের মূল হাসপাতালগুলোতে এই অঞ্চলের রোগীদর অনেক বছর ধরে সেবা দেয়ার সুবিধা পেয়েছি। জনগণকে আমাদের চিকিৎসাসেবা আরো বেশী দিতে ক্যাম্প আয়োজন করা হয়েছে।

চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের একাংশ।

নারায়াণা হেল্থ ভারতের সবচেয়ে জনপ্রিয় চিকিৎসাসেবা প্রতিষ্ঠান। চিকিৎসা জগত যেসব সুবিধা দিয়ে থাকে সেসব অতিবিশেষ তৃতীয়স্তরের সুবিধা নিয়ে নারায়াণা হেলথ বর্তমানে সকলের জন্য ওয়ান-স্টপ স্বাস্থ্য সেবা গন্তব্য। ২০০০ সালে ২২৫ শয্যার একটি হাসপাতাল দিয়ে সাধারণভাবে শুরু করে নারায়াণা গ্রুপ এবং কেম্যানের হেলথ সিটি কেম্যান আইল্যান্ড (উত্তর আমেরিকা)সহ ভারতের ২০ টি শহরে ৩২ টি হাসপাতালে ৬,৬৫৫ শয্যার বিশাল হাসপাতালে চিকিৎসা সেবা চলছে।