শফিউল্লাহ নান্নু

গরু ও নাই গোয়াল ও নাই আরো যে নাই দড়ি,

লোডশেডিং এর ট্রাফিকজ্যামের টেনশনে খাই বড়ি!

ঐ ঢাকা তে শহরে তে কালো টাকার স্তুপ,

গুলি করে চুরি করে আজ মানুষের এই রূপ!

সুধ ও আছে ঘুষ ও আছে ফলে আছে ফরমালিন

একই মানুষ পৃথক মানুষ তারা ও আজ নয় শালীন।

নদী আছে জল ও আছে নেই তো মাছের প্রজাতি,

পাহাড় আছে বন ও আছে নেই তো আজ বাঘ ও হাতি।

স্বাধীনতা নেই মানবতা নেই নেই মানুষের ধর্মে সাধ

ধনের লোভে টাকার লোভে করছে মানুষ অপরাধ।

আমটা ও নাই জামটা ও নাই তাল গাছে ও নাই রে তাল

ঔষধ ও নাই ডাক্তার ও নাই ক্যান ডিজিটাল হাসপাতাল?

কালো টাকার কোটি টাকার নতুন বাড়ি হচ্ছে বেশ,

নেতার শপৎ দূর্নীতি সৎ এই ডিজিটাল বাংলাদেশ।

শফিউল্লাহ নান্নু, টেকনাফ,কক্সবাজার