অনলাইন ডেস্ক:

এইচআইভি সারিয়ে দেবে গরু। এটা কোন গল্প নয়, খোদ মার্কিন বিজ্ঞানীরা দেখেছেন এইচআইভি প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে গরুর। এমনটাই দাবি করা হয়েছে, Nature নামের একটি জার্নালে।

এই গবেষণা করতে গিয়ে চারটি বাছুরের শরীরে ইনজেক্ট করা হয় এইচআইভি ভাইরাস। এরপরেই দেখা যায় যে তাদের শরীরে সঙ্গে সঙ্গে একটি অ্যান্টিবডি তৈরি হয়ে যাচ্ছে, যা ওই ভাইরাসকে প্রতিরোধ করছে আপনা থেকেই। এই অদ্ভুত আবিষ্কারে চমকে গেছেন খোদ বিজ্ঞানীরাও। ডেভিন সোক নামে এক বিজ্ঞানী জানিয়েছেন, তিনি এই ফলাফল দেখে স্তম্ভিত। শুধু তাই নয়, গরুর শরীরে ওই আ্যান্টিবডি ইতিমধ্যে চিহ্নিতও করতে পেরেছেন বিজ্ঞানীরা।

এটি একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার বলেই মনে করা হচ্ছে। মানুষের শরীরে এই অ্যান্টিবডি কিভাবে ঢোকানো যায় এখন সেটাই দেখার।