বিনোদন ডেস্ক:
২০১৬ সালের মারাঠি ব্লকবাস্টার ছবি ‘সাইরাত’। যে ছবির মাধ্যমে একেবারে আনকোরা জুটি আকাশ-রিংকু দেশব্যাপী জনপ্রিয় হয়। এ ছবিটি দেখেই স্বয়ং আমির খান পরিচালকের সঙ্গে দেখা করেছেন।
এমনকি চলতি বছর নায়ক আকাশের নতুন ছবির জন্য প্রচারণায় নেমেছিলেন দাবাং খান সালমান। সেই ছবিটির বাংলা সংস্করণে আসছেন বাংলাদেশের পূজা চেরি। এর আগে পূজাকে শিশু চরিত্রে দেখা গেলেও এবার তিনি নায়িকা হিসেবে আসছেন। যৌথ প্রযোজনার এ ছবির নাম রাখা হয়েছে ‘নূর জাহান’। এতে রিংকুর ভূমিকায় থাকছেন পূজা।
এবার রিংকু ভূমিকায় দেখা গেল ‘নবাগত’ নায়িকাকে। ছবির ‘সোনা বন্ধু’ গানে হাজির হয়েছেন তিনি। সঙ্গে আছেন কলকাতার আদৃত। ১৯ জুলাই ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে এটি অবমুক্ত করা হয়েছে।
‘সোনা বন্ধু’ মূলত রিমেক গান। বাংলাদেশের প্রবাদপ্রতিম লোকসংগীতশিল্পী আবদুল গফুর হালীর লেখা এ গানটি নতুন করে গেয়েছেন রাজ বর্মণ ও প্রশমিতা। সংগীত করেছেন স্যাভি আর মূল গানের সঙ্গে অন্তরা লিখেছেন সৌম্যদেব।
‘নূর জাহান’ ছবিটি পরিচালনা করেছেন কলকাতার অভিমানু মুখার্জি ও বাংলাদেশের আবদুল আজিজ।
গানটি দেখুন নিচের লিংকে:
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।