নুরুল কবির,বান্দরবান
বান্দরবানে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির দলীয় সদস্যপদ নবায়ন এবং সিনিয়র সাংবাদিক এনামুল হক কাশেমীর নতুন সদস্যপদ সংগ্রহের মধ্যদিয়ে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় আওয়ামীলীগের জেলা শাখার উদ্যোগে নবায়ন ও নতুন সদস্যপদ সংগ্রহ অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। জেলা কার্যালয়ে এ অভিযানের উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। জেলা কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়মলীগের জেলা কমিটির সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈ হ্লা। উপস্থিত ছিলেন পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.ইসলাম বেবী এবং দলের জেলা কমিটির নির্বাহী সদস্যবৃন্দ এবং উপদেষ্টামন্ডলি। অনুষ্ঠানে পর্যায়ক্রমে অন্যান্য নেতৃবৃন্দ তাদের দলীয় সদস্যপদ নবায়ন করেন। এবারে বিপুল পরিমাণ নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন দলের জেলা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস।