সরওয়ার আলম শাহীন :

ইয়াবা পাচারে এখন সুন্দরী নারীরা,জড়িয়ে পড়ছে ভালো পরিবারের মেয়েরাও । ধরা পড়লেই বুঝা যায় তারা ইয়াবা পাচারকারী।
শুক্রবার (২১ জুলাই) সকাল ৯টার দিকে বিজিবির হাতে টেকনাফের ইয়াবা সুন্দরী হালিমা আটক হয়েছে। কক্সবাজারগামী যাত্রীবাহী সী লাইন সার্ভিস বাসে তল্লাশী চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসের যাত্রী হালিমাকে আটক করে মরিচ্যা যৌথ চেকপোস্টের দায়িত্বরত জওয়ানরা। মরিচ্যা যৌথ চেকপোস্টের সুবেদার নজরুল ইসলাম জানান,কক্সবাজার গামী যাত্রীবাহি বাস সী লাইন সার্ভিসের একটি গাড়ি তল্লাশি চালিয়ে সুন্দরী হালিমাকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশী চালিয়ে ৭ হাজার ৯ শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। সে টেকনাফের সদর ইউপি মেম্বার আব্দুল হামিদের স্ত্রী ও হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদা গ্রামের জাফর আলমের মেয়ে।

জানা গেছে ইতিমধ্যে হালিমার কয়েক স্বামী বদল হয়। প্রথম স্বামীর ঘরের তার ৩ সন্তান রয়েছে। তার সর্বশেষ স্বামী টেকনাফ সদর ইউপি মেম্বার আব্দূল হামিদ। ৪/৫ বছর আগে হামিদাকে বিয়ে করার পর সে গোদারবিল ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় স্বামীর সাথে বসবাস করতো। তখন থেকে সে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়ে। বেশ কিছুদিন যাবৎ সে পিত্রালয় পূর্ব লেদায় বসবাস করে আসছিল।