বৃহস্পতিবার টেকনাফের হ্নীলা ওয়াব্রাং সীমান্তে বিজিবির অভিযানে ২কোটি ৭০ লক্ষ টাকা মূল্যের ৯০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি বলে বিজিবি গণমাধ্যমকে জানিয়েছে। জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদটি ছাপানো হয়েছে। কিন্তু ‘টেকনাফ টাইমস’- এ পরিকল্পিতভাবে এই সংবাদের একাংশে ইয়াবা উদ্ধারের ঘটনা ব্যবহার করে আমাদের নামে মিথ্যা তথ্য দিয়ে একটি অংশ লেখা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও গভীর ষড়যন্ত্র। আমাদের বিশ্বাস স্থানীয় কুচক্রী মহল নিজেরা ফায়দা লুটার জন্য আমাদেরকে ফাঁসাতে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করিয়েছে। শুধু তাই নয়; চক্রটি আমাদেরকে ইয়াবা চক্রের ডন অবহিতও করেছে- যা অত্যন্ত মানহানিকর ও বিভ্রান্তমূলক।
আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, ইয়াবা বা ইয়াবা সংক্রান্ত কোনো কিছুর সাথে আমরা কোনোভাবে জড়িত নেই। কোনো দিন ছিলাম নাও। আমরা সামান্য বৈধ ব্যবসাপাতি করে পরিবার নিয়ে দিনাতিপাত করি।
পরিশেষে আমাদের নামে প্রকাশিত সংবাদের মিথ্যা অংশের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এব্যাপারে প্রশাসনসহ কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।

প্রতিবাদকারী
মো: ইসমাঈল হেলালী ও নুরুল আলম
পূর্ব সাতঘড়িয়া পাড়া, হ্নীলা, টেকনাফ।