জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান
বিশেষ প্রতিনিধি : কক্সবাজার সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট বাপ্পী শর্মার বিরুদ্ধে কক্সবাজার কমার্স কলেজের শান্তা শর্মা নামের এক ছাত্রীর সাথে বিয়ের নামে প্রতারণার অভিযোগ এনে মানববন্ধন করেছে ওই কলেজের শিক্ষার্থীরা। শুধু কলেজের শিক্ষার্থীরা নয় মানববন্ধনে সংহতি প্রকাশ করেন পূজা কমিটির নেতাকর্মী, সুশীল সমাজ ও এলাকার সাধারণ মানুষ। শান্তা শর্মা শহরের বৈদ্যঘোনা এলাকার হারাধন শর্মার কন্যা। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া এডভোকেট বাপ্পী শর্মার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং সুষ্ঠ বিচারের দাবীতে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার বরাবরে স্মারকলিপিও প্রদান করা হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন-সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক ও চৌফলদন্ডী নতুন মহালের বাসিন্দা (বর্তমানে ঘোনারপাড়ার ভাড়াটিয়া) রনজিত শর্মার পুত্র এডভোকেট বাপ্পী শর্মা শুধু বিয়ের নামে প্রতারণা নয় শান্তা শর্মার সাথে কোর্ট ম্যারেজের নামে জালিয়াতিও করেছে। দীর্ঘদিনের সর্ম্পককে বাস্তবে রূপ দিতে বাপ্পী শর্মা শান্তাকে কোর্ট ম্যারেজ করতে সম্মত হয়ে গত ০১/০৩/২০১৭ইং তারিখ বাপ্পীর সিনিয়র এডভোকেট ছৈয়দ আলমের চেম্বারে শান্তাকে নিয়ে গিয়ে ২০০/- (দুই শত) টাকার যৌথ ষ্ট্যাম্পে বিবাহের হলফনামা করে। এতে এডভোকেট হিসেবে আবুল হোসেন দস্তখত করেন। এরপর বাপ্পীর সাথে শান্তার শারিরীক সর্ম্পক গড়ে উঠার এক পর্যায়ে শান্তা গর্ভবতী হলে বাপ্পী তাকে শহরের ঝাউতলা গাড়ির মাঠস্থ জনৈক সুমি শর্মার কাছে নিয়ে গিয়ে শান্তার গর্ভপাত ঘটায়। এরপর থেকে বাপ্পী শান্তাকে আজ না কাল বিবাহ করবে বলে বলে সময় ক্ষেপন করতে থাকে। এদিকে শান্তা হফলনামার নকল তুলতে গেলে জানতে পারে, বাপ্পী শর্মা জালিয়াতির মাধ্যমে ওই হলফনামা সৃজন করেছে। উক্ত হলফনামা বালাম বইতেও নেই। এই ধরণের জালিয়াত ও প্রতারক বাপ্পী শর্মার কঠোর শাস্তির দাবীও জানান বক্তারা। এতে প্রতারিত শান্তা শর্মা ছাড়াও বক্তব্যে রাখেন-পৌর ১নং ওয়ার্ড পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক আশীষ কান্তি দে, ২নং ওয়ার্ড সহ-সভাপতি ডাঃ পুলিন কান্তি দে, সাধারণ সম্পাদক রাজু পাল, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নয়ন চৌধুরী রনি, ৫নং ওয়ার্ড সভাপতি আপন মল্লিক, কলেজ শিক্ষার্থী জিমি পাল, জয়দেব, মোঃ সালমান, মোঃ রিয়াদ, তসলিমা প্রমুখ। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন–পৌর ৩নং ওয়ার্ড পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অপু ধর, ৬নং ওয়ার্ড শাখার সভাপতি সুমন দে, সাধারণ সম্পাদক জয়রাম, বঙ্গপাহাড় পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রতিরোধ পাল রনি, ১০নং ওয়ার্ডের সুজন শর্মা, উজ্জ্বল দাশ, জনি পাল, মিটন কান্তি দে, প্রবীর চক্রবর্তী প্রমুখ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।