নিজস্ব প্রতিবেদক :

টেকনাফে পূর্ব শত্রুতার জের ধরে মোজাহের মিয়া (৬২) নামে এক বৃদ্ধকে কোদালের আঘাতে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত মোজাহের মিয়া বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আজ বিকেলে কক্সবাজার সদর হাসপাতালের শয্যায় আহত মোজাহের মিয়া জানান, সকালে ব্যক্তিগত কাজে বাহারছড়া সৈকতের দিকে যাওয়ার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা স্থানীয় ছৈয়দ করিমের নেতৃত্বে ফরিদ আলম, আহমদ, জিয়াবুল, দিলদার বেগমসহ একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এসময় মাটি কাটার কোদাল দিয়ে মাথায় আঘাত করলে মোজাহের মিয়া রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার আত্মচিৎকারে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

তিনি জানান, হামলাকারীরা অত্যন্ত খারাপ প্রকৃতির লোক। তারা নিয়মিত মাদক সেবনসহ নানা অপকর্মে লিপ্ত থাকে। এলাকার লোকজন তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে।

এদিকে এ ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।