সিবিএন ডেস্ক:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পরীক্ষায় ইংরেজি বিষয়ে প্রক্সি দিতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রলীগ নেতা ও তার বান্ধবীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তাদের নামে পাবলিক পরীক্ষায় জালিয়াতির দায়ে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতার নাম মো. সাব্বির হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও রাবি ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক। তার বাড়ি সাতক্ষীরায়। তিনি বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের আবাসিক শিক্ষার্থী। তার সঙ্গে গ্রেপ্তার জান্নাতুল ফেরদৌস অনন্যা নাট্যকলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাদের দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে বলে ছাত্রলীগ এবং মার্কেটিং ও নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা নিশ্চিত করেছেন।
তাদের সঙ্গে আরও তিনজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকেও কারাগারে পাঠানো হয়েছে। তবে তাদের নাম ও বিভাগ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
গত মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে রাজশাহীর মোহনপুর ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে পরীক্ষায় জালিয়াতির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের সঙ্গে মোহনপুর ডিগ্রি কলেজ ও কেশরহাট ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে রাজশাহী কলেজ ও নিউ গভ. ডিগ্রি কলেজের ৭ শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৯ জুলাই) সকালে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ।
মাসুদ পারভেজ বলেন, গত মঙ্গলবার বিকেলে মোহনপুর ডিগ্রি মোহনপুর কলেজ কেন্দ্রে কেশরহাট কলেজের শিক্ষার্থীদের হয়ে প্রক্সি দেওয়ার সময় ১২ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করে কলেজ কর্তৃপক্ষ। ওই দিন রাত ১১ টার দিকে তাদেরকে থানায় নিয়ে আসা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের নামে পাবলিক পরীক্ষায় জালিয়াতির অভিযোগে মামলা রুজু করা হয়েছে। বুধবার সকালে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
জানতে চাইলে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বলেন, আমরা বুধবার রাতে বিষয়টি জানতে পেরেছি। এখনও বিস্তারিত কিছু জানি না। তবে মোহনপুর থানা ও কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
প্রক্সি দিতে গিয়ে বান্ধবীসহ রাবি ছাত্রলীগ নেতা কারাগারে
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।