ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজার আদালত পাড়ার পূর্ব পাশে (কেন্দ্রীয় মসজিদের সামনে) পুকুরপাড় দখল করে নির্মিত ৩টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে প্রশাসন।
আজ (বুধবার) দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পংকজ বড়ুয়ার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
অবৈধ স্থাপনা নির্মাণে ব্যবহৃত টিন জব্দ করে তাৎক্ষণিক নিলামে ৫ হাজার টাকায় বিক্রয় করা হয়।
একই সঙ্গে নিলামে বিক্রিত টিনের টাকা ট্রেজারি চালানের মাধ্যমে সরকারী কোষাগারে জমা দেওয়ার জন্য সদর উপজেলা ভূমি অফিসের নাজিরকে নির্দেশ দেয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পংকজ বড়ুয়া জানান, কক্সবাজার মৌজায় বি.এস ০১ নং খাস খতিয়ানভূক্ত বি.এস ৬৮৮৭ দাগের সরকারী পুকুর ভরাট করে কতিপয় অবৈধ দখলদার তিনটি দোকানঘর নির্মাণ করে। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় প্রশাসনের নজরে আসে। অবশেষে সরকারী খাস পুকুর অবৈধ দখলমুক্ত করা হয়।
অভিযানে সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সৈয়দ নূরসহ ১০ব্যাটালিয়ন আনসার এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসিল্যান্ড পংকজ বড়ুয়া আরো জানান, আদালতপাড়ায় অভিযানের পর সুগন্ধা পয়েন্টে সরকারী খাস জমিতে টিনের ঘেরা দিয়ে দখলের অপচেষ্টা নস্যাত করে দেয়া হয়। অভিযান অব্যাহত থাকবে। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।