জসিম উদ্দিন টিপু, টেকনাফ:
টেকনাফে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “মাছ চাষে গড়ব দেশ-বদলে দেব বাংলাদেশ” শ্লোগানে ১৯জুলাই বুধবার দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচী পালিত হয়। সকালে উপজেলা পরিষদের পুকুরে রুই ও কাতাল মাছের পোনা অবমুক্তের মাধ্যমে কর্মসূচী শুরু হয়। এরপর বর্ণাঢ্য এক র্যালী পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: ইমরান হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক। সাবরাং রহমানিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে মৎস্য অধিদপ্তরের শহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, প্রদর্শনী চিংড়ী খামার ও প্রশিক্ষণ কেন্দ্রের ইনচার্জ দীপক পাল, উপজেলা সমবায় কর্মকর্তা শামসুল আলম কুতুবী, মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর কবীর, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনোয়ার হোসেন, জেলে প্রতিনিধি আব্দুস সালাম, মো: ইব্রাহীম, শ্রেষ্ট মৎস্য চাষী জালাল উদ্দিন আহমদ, শ্রেষ্ট চিংড়ী খামারী সিরাজুল ইসলাম প্রমুখ। সভায় মৎস্য চাষী, জেলে প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
টেকনাফে মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।