শাহেদ মিজান, সিবিএন:
বঙ্গোপসাগরের কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্ট সংলগ্ন স্থানে একটি ফিশিংবোট ডুবে গেছে। তবে বোটে থাকা ৮ জেলেকে উদ্ধার করেছে সৈকতের জেটস্কি চালকেরা। বুধবার সকাল ১০টার দিকে এই বোটডুবির ঘটনা ঘটে। উদ্ধার জেলেদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সংশ্লিষ্টরা এই তথ্য নিশ্চিত করেছেন। ডুবে যাওয়া বোটটির মালিক কক্সবাজার শহরের সিটি কলেজ এলাকা কাসেম।
উদ্ধারকারী জেটস্কি চালক মো. আবছার মিয়া জানান, প্রবল ঢেউয়ের কবলে পড়ে বোটটি ডুবে যায়। তা দেখতে পেয়ে মো. আবছার মিয়া ও মো. হোসেন নামে দু’জন জেটস্কি চালক জেটস্কি নিয়ে ডুবে যাওয়া জেলেদের উদ্ধারে এগিয়ে যায়। ততক্ষণে ট্যুরিস্ট পুলিশের একটি টিমও উদ্ধার কার্যক্রমে অংশ নেন। বেশ কিছুক্ষণ প্রচেষ্টা চালিয়ে বোটের ৮ জেলেকেই উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকারীরা। উদ্ধার হওয়া জেলেদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়েছে।
ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার রায়হান কাজেমী জানান, বোটটি গভীর সাগরের মাছ ধরতে যাওয়া পথে ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। খবর সাথে সাথে ট্যুরিস্ট পুলিশের টিম ও দু’জন জেটস্কি চালক অভিযান চালিয়ে ডুবে যাওয়া জেলেদের উদ্ধার করেন। এর মধ্যে আশঙ্কাজনক এক দ্রুত জেলেকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।