সংবাদদাতা:
কক্সবাজার তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অধ্যক্ষ গীতিকার ও কবি রিয়াদ হায়দারের একমাত্র ছেলে ‘আম্মার বিন হায়দার’এর শুভ আকীকা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের খুরুশকুল সড়ক সংলগ্ন ক্যাম্পাসে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিক উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান শহিদুল আলম বাহাদুর, সমাজসেবক রাজনীতিবিদ আনিসুল হক চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আবু তাহের চৌধুরী, জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবি আক্তার হেলালী, অভিভাবক ও সমাজসেবক আবুল কাশেম, নুর মুহাম্মদ আলী চৌধুরী, মোহাম্মদ আবদুল্লাহ, সাংবাদিক আনছার হোসেন, গোলাম আজম খান, ইমাম খাইর, আবদুস সবুর চাষী প্রমুখ। আকীকা ও দোয়া অনুষ্ঠান শেষে অভিভাবকদের নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রতিষ্ঠানের উন্নতি-অগ্রগতির জন্য উম্মুক্ত পরামর্শ নেয়া হয়।
উল্লেখ্য, আম্মার বিন হায়দার ৪ জুন-২০১৭ ইং রবিবার জন্মগ্রহণ করেন। ছেলের উজ্জল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন বাবা রিয়াদ হায়দার ও মা জান্নাতুল ফিরদাউস শারমিন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।