শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও
কক্সবাজার সদরের ইসলামাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বারের দ্বন্দ্ব তুঙ্গে। চলছে বাক বিতন্ডা, হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া। যে কোন মুহুর্তে ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ। দ্বন্দ্বের কারণে হামলার শিকার হল মহিলা মেম্বারের স্বামী।
পরিষদের চেয়ারম্যান নুর ছিদ্দিক ও সংরক্ষিত আসনের নারী সদস্যা সেতারা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
নারী সদস্যার দাবী, তাকে পরিষদের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে।
আর চেয়ারম্যানের দাবী, উক্ত নারী সদস্যা সেতারা বেগম সাধারণ জনগণকে বিভিন্ন সুবিধা দেওয়ার অযুহাতে মোটা অংক হাতিয়ে নেন।
উভয় পক্ষের এমন পরিস্থিতিতে এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে অপ প্রচার ও কাঁদা ছুড়াছুড়িতে লিপ্ত রয়েছে।
খোঁজ খবর নিয়ে জানা গেছে, ১, ২, ৩ নং ওয়ার্ডের অসহায় জনগণ থেকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্ব ভাতাসহ বিভিন্ন সুবিধা দেওয়ার অযুহাতে জনপ্রতি ১ থেকে ৫ হাজার টাকা করে হাতিয়ে নেয় ঐ মহিলা মেম্বার। ভূক্তভোগী কয়েকজন বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে অবগত করলে নিশ্চিত হওয়ার জন্য ঐ মহিলা মেম্বারকে ডেকে আনে চেয়ারম্যান। এসময় উত্তেজিত হয়ে মহিলা মেম্বারকে ধমক দিলে তার স্বামী আবদুল্লাহ প্রতিবাদ করতে আসলে গত ১৭ জুলাই বিকালে ঈদগাঁও বাজারে ছাগলের দোকান এলাকায় তাকেও উপর্যুপরী হামলা চালায় বলে অভিযোগ করে সে। হামলার ঘটনাটি জানাজানি হলে মহিলা মেম্বারের স্বজনরা চেয়ারম্যানের বাসায় গিয়ে হামলার চেষ্টা করে। এসময় জনতার রোষানলে পড়ে পিছু হটে তারা। সংঘটিত ঘটনায় চেয়ারম্যান ও মহিলা মেম্বারের বাড়ী একই স্থানে হওয়ায় এলাকার লোকজনও পড়ছে বিব্রতকর অবস্থায়। তারা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন ব্যক্তি জানান, তাদের এ দ্বন্দ্বের কারণে এলাকার ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে। যে কোন সময়ে বড় ধরণের ঘটনা জন্ম নিতে পারে বলে জানান তিনি।