শাহীনশাহ, টেকনাফ:
টেকনাফের হোয়াইক্যং ফাঁড়ির পুলিশ অভিযান চার্লিয়ে ২৬ হাজার ইয়াবাসহ চালক হেলপারকে আটক করা হয়েছে। এরা হচ্ছে চট্টগ্রাম জেলার কর্ণফুলী এলাকার মৃত আবুল কালামের ছেলে মোঃ রুবেল (৩০) ও ছালেহ আহমদ সওদাগরের ছেলে শামসুল আলম (২৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ফাঁড়ী পুলিশের ইনচার্জ এসআই মোঃ জামাল হোসেনের নেতৃত্বে চট্টগ্রামগামী একটি ট্রাক ( চট্টমেট্রো ট ১১-২৫১৮) হোয়াইক্যং পুলিশ ফাঁড়ী সামনে পৌঁছলেই সংকেত দিয়ে থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে ট্রাকের টুলবক্স হতে ২৬ হাজার ইয়াবা পাওয়া যায়। চালক হেলপার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের টহল দল তাঁড়া করে
ইনচার্জ জামাল হোসেন সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। ট্রাকটি টেকনাফের সাবরাং হয়ে আসছিল।
টেকনাফে ২৬ হাজার ইয়াবাসহ চালক-হেলপার আটক, ট্রাক জব্দ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।