নির্বাচন কমিশনের দায়েরী সিপিএলএ খারিজ
বার্তা পরিবেশক
সুপ্রীম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিককুলের বাসিন্দা মৃত সোলতান আহমদের পুত্র আবু নফর এর নাম ভোটার তালিকায় পূণ: সংযোজন করা হয়েছে। ইতোপূর্বে ভোটার তালিকায় আবু নফরকে অন্তর্ভূক্ত করতে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের রীট পিটিশন (নং-২৭৫০/২০১৬) খারিজ করে দেন আপিল বিভাগ।
বিগত ২০১৬ ইং সনের ৪ ডিসেম্বর আপিল বিভাগের শুনানীতে অংশগ্রহণ করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসাইন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক ও বিচারপতি মীর্জা হোসাইন হায়দার। গত ২ মে ২০১৭ ইং সুপ্রীম কোর্টের সুপারিনটেনডেন্ট নির্বাচন কমিশনের খারিজ করে দেওয়া আপিল বিভাগের রায়ে স্বাক্ষর করেন।
ইতোপূর্বে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আবু নফর হাইকোর্টে রীট পিটিশন করেন (রীট পিটিশন নং ৬৩৬১/২০১৬)। রীট পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট ডিভিশন তাঁকে ভোটার তালিকায় পূণ: সংযোজনের আদেশ দেন। উক্ত আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন সুপ্রীম কোর্টে আপিল করেন। আপিল বিভাগের রায়েও বহাল রাখা হয় হাইকোর্টের আদেশ এবং নির্বাচন কমিশনের দায়েরী সিপিএলএ (নং-২৭৫০/২০১৬) খারিজ করে দেন।
আপিল বিভাগের রায়ের প্রেক্ষিতে বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব রৌশন আরা ৩০ মার্চ ২০১৭ ইং উক্ত আবু নফরকে ভোটার তালিকায় পূণ: সংযোজনের জন্য নির্দেশ প্রদান করেন। এবিষয়ে সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ করা হয় যথাক্রমে মহাপরিচালক, জাতীয় পরিচয় নিবন্ধন অনুভিাগ,ঢাকা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, চট্টগ্রাম অঞ্চল,চট্টগ্রাম, সিনিয়র সহকারী সচিব (আইন-৩), নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা ও জেলা নির্বাচন অফিসার, কক্সবাজারকে। তৎপ্রেক্ষিতে কক্সবাজার সদর উপজেলা নির্বাচন অফিসার শিমুল শর্মা গত ১০ মার্চ ২০১৭ ইং ঢাকা নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট দপ্তরে পত্র প্রেরণের মাধ্যমে আবু নফরকে ভোটার তালিকায় পূণ: সংযোজন করেন। তার ভোটার নং- ২২১৩০৯০০০০২৪, ভোটার সিরিয়াল নং-৫৭৯, ভোটার এরিয়া কোড (দক্ষিণ ডিককুল-১৩০৯)।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।