শেফাইল উদ্দিন, সদর প্রতিনিধি
কক্সবাজার সদরের ঈদগাঁও পালপাড়ার উর্মী ধর ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ১৭ জুলাই কক্সবাজার নোটারী পাবলিকের কার্যালয়ে গিয়ে এফিডেভিট মূলে সে ইসলাম ধর্ম গ্রহণ করে। উর্মী ধর এফিডেবিটে জানায়, সে ঈদগাঁও পাল পাড়ার সজল কান্তি ও স্বপ্না ধরের কন্যা (১৯)। সুস্থ জ্ঞান, বুদ্ধি সম্পন্ন এবং ভাল মন্দ বিচার ও নিজের সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয় যোগ্যতা ও বোধশক্তি রাখে। সে বিভিন্ন সময় ইসলামী সাহিত্য ও ধর্মীয় বই পুস্তক অধ্যয়ন করে এবং বিভিন্ন ওয়াজ-মাহফিল শুনে সার্বিক বিবেচনা করে ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে স্বজ্ঞানে পৈত্রিক সনাতন ধর্ম ত্যাগ করে পবিত্র কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসুলুল্লাহ (সাঃ) পাঠ করে স্থানীয় জামে মসজিদের সম্মানিত মাওলানা সাহেবকে অভিভাবক নিযুক্ত করে জনগণের সামনে ইসলাম ধর্ম গ্রহণ করে। বর্তমানে সে একজন নও মুসলিম হিসাবে নিজ জীবন যাপন করছে এবং তার পূর্বের নাম উর্মী ধর ত্যাগ করে সুমাইয়া সুলতানা নাম পছন্দ করে।
উল্লেখ্য, সে ইসলাম ধর্ম গ্রহণ ও নাম পরিবর্তনে কেউ তাকে প্ররোচনা বা প্রলোভনে আকৃষ্ট করেনি। স্বজ্ঞানে, স্বেচ্ছায়, বিবেকের তাগিদে সনাতন ধর্ম ত্যাগ করে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করে। আমার ইচ্ছার বিরুদ্ধে আত্মীয় স্বজন কেউ পূর্বের ধর্মে প্রত্যাবর্তনের চাপ সৃষ্টি করলে তা আইনতঃ অগ্রাহ্য হবে। সে স্বাভাবিক জীবন যাপন করতে সকলের দোয়া কামনা করেছে।