হাফিজুল ইসলাম চৌধুরী :
আত্মসমর্পন করতে যাওয়া বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বিএনপি-ছাত্রদলের চার নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৭ জুলাই) সকাল ১১টায় উভয় পক্ষের শুনানি শেষে বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরীর আদালত এই রায় প্রদান করেন।
কারাগারে প্রেরণকৃতরা হলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সদস্য আমিরুল কবির রাকিব (২৮), উপজেলা ছাত্রদলের সহসভাপতি সাইফুদ্দিন বাহাদুর (৩২), আহসানুল কবির রাজিব (৩৩) ও জাকের আহমদ (৩৫)।
উল্লেখ্য, ২০১৬ সনে বান্দরবান সদর থানায় দায়ের করা (জিআর- ২৬৩/২০১৬) ওই মামলায় তারা আসামি হন। রাকিবের পরিবারের দাবি, রাজনৈতিকভাবে তাদেরকে মামলায় জড়ানো হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।