গত ১৬জুলাই দৈনিক আজকের দেশ-বিদেশ,দৈনিক সৈকত,দৈনিক কক্সবাজার-৭১,দৈনিক রূপালী সৈকতসহ বিভিন্ন অনলাইনে প্রকাশিত “উখিয়ায় সাড়ে ৭কোটি টাকার ইয়াবাসহ আটকেরা জেল-হাজতে : ১০দিনের রিমান্ড আবেদনঃ গডফাদারেরা অধরা”শীর্ষক সংবাদের একাংশে প্রবাসী হেলালের ছবি ব্যবহার করায় আমাদের পরিবারের দৃষ্টিগোচর হয়েছে। যা স্থানীয় একটি মহল উদ্ভট,মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দিয়ে সংবাদপত্রের মাধ্যমে উদোরপিন্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে আমাদের পারিবারিক সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা চালিয়েছে। উক্ত ইয়াবা চালানের সাথে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে প্রকৃত গডফাদারদের বিরুদ্ধে মামলা দায়ের না করাও রহস্যজনক। উক্ত গাড়ি ও ইয়াবার চালানের মালিক হ্নীলা পূর্ব রঙ্গিখালীর হাজী নুর আহমদ প্রকাশ আই মেম্বারের পুত্র হেলাল উদ্দিন সিন্ডিকেটের। উক্ত হেলাল উদ্দিনের সাথে উখিয়ার জনৈক সাংবাদিকের আত্মীয়তার সম্পর্ক থাকায় বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য আমাদের পরিবারের সদস্য ওমান প্রবাসী হেলাল উদ্দিনের নামটি জড়িয়ে দিয়ে মিডিয়া পাড়ায় তোলপাড়ের সৃষ্টি করেছে। এতে আমাদের পরিবারিক সুনাম চরমভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। হেলাল উদ্দিন দেশে অবস্থানকালে নানা অপরাধে জড়িয়ে যাওয়ার বিষয়টি নজরে আসায় পারিবারিক সিদ্বান্তমতে তাকে ওমান পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে সেখানে হেলাল উদ্দিন হোটেল ব্যবসা চালিয়ে আসছে। আমাদের পরিবারটি দীর্ঘদিন ধরে এলাকায় কোন অবস্থানে ছিল তা সবারই জানা আছে। সুতরাং বিভ্রান্তিমূলক সংবাদে সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার উদাত্ত আহবান জানিয়ে ঐ সংবাদের হেলালকে জড়িত করা সংবাদাংশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারী :

হেলাল উদ্দিন পরিবারের সদস্যবৃন্দ

লেদা,হ্নীলা,টেকনাফ।