নিজস্ব প্রতিবেদক:
টেকনাফ বাহারছড়ার উত্তর শীলখালীর এলাকাবাসী বাইলর ছরা খালটি খননের জন্য সরকারী ভাবে কোনো অনুদান না পেয়ে উক্ত বড় খাল (ছরা)টি খনন করেছে স্থানীয় বাসিন্দারা। ১৭ জুলাই সকাল ১০ টায স্থানীয়রা দলবন্ধ হয়ে এই সেচ্ছায় খাল খনন কাজ শুরু করে।
স্থানীয় নুরুল ইসলাম জানান, বাইলর ছরাটির সরকারী কাগজ সূত্রে যে জায়গা আছে তা স্থানীয় একজন লোক গোপনে গোপনে কেটে ছরাটি বাঁকা করে দেয় এবং ছরার পাশে তার জায়গাটি বড় করে বাড়াতে থাকে, তাতে এলাকাবাসীর ব্যাপক অসুবিধা হয়, এমনকি ভরা বর্ষাতে ছরার পানি সোজা ভাবে যেতে না পারায় স্থানীয় এলাকাবাসীর সুপারি বাগান, বিভিন্ন ক্ষেত খামার দিয়ে পানি প্রবাহিত হওয়ার কারণে লক্ষ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়, আর পানি বন্দি হয় শত শত মানুষ, তাই আমরা সরকারী ভাবে উক্ত ছরাটি খনন করতে কোনো সাহায্য না পেয়ে এলাকাবাসীরা সেচ্ছায় শ্রম দিয়ে খনন করতেছি, এবং আমাদের বসতবাড়ি রক্ষার চেষ্টা করতেছি। আর এলাকাবাসী সেচ্ছায় উক্ত ছরাটির খনন কাজের সত্যতা স্বীকার করেন স্থানীয় জনপ্রতিনিধি ইউপি সদস্য সোনা আলী।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।