সিবিএন:
উখিয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে লড়ার ঘোষণা দিয়েছে ইবনুল আকিব চৌধুরী। তিনি উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরীর পুত্র। ইতিমধ্যে তিনি সাংগঠনিক কার্যক্রম শুরু করেছেন। নেতাকর্মীদের নিয়মিত যোগাযোগ রক্ষাসহ যাবতীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
ইবনুল আকিব চৌধুরী জানান, তারা বংশগত ভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। স্বাধীনতার সময় পাকিস্তানিরা উখিয়া রত্মাপালংয়ের চৌধুরীস্থ তাদের ঘর পুড়িয়ে দিয়েছিলো। বুদ্ধি হওয়ার পর থেকে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের সাথে নিজেকে সপে দিয়েছেন আকিব। খুব অল্প বয়সে ছাত্রলীগের রাজনীতির সাথে নিজেকে জড়িয়ে নেন। স্কুল জীবনে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
সূত্র মতে, ইবনুল আকিবের পিতা উখিয়া উপজেলার প্রথম চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী একজন সর্বজন গ্রহণযোগ্য নেতা। রাজনীতি থেকে কিছুটা দূরে থাকলেও তিনি এখনো তুমুল জনপ্রিয় একজন নেতা। মা আশরাফ জাহান কাজল জেলা পরিষদের বিনা প্রতিদ্বন্দ্বিায় নির্বাচিত সদস্য। অন্যদিকে আকিবের নানা মোহাম্মদ নূরুল ইসলামও আওয়ামী লীগের একজন প্রবীণ নেতা। তিনি বর্তমানে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এবং দৈনিক কক্সবাজার পত্রিকার সম্পাদক। আওয়ামী লীগ প্রতিষ্ঠার সময় থেকে ইবনুল আকিবের পরিবার দলের কান্ডারি হিসেবে ছিলেন।
প্রতিক্রিয়া জানতে চাইলে ইবনুল আকিব চৌধুরী বলেন, আমি উখিয়ার জন্য খুবই নতুন মুখ। উখিয়া উপজেলায় ছাত্রলীগ এর পদ লড়ার আমার কোনো ইচ্ছা ছিল না। কিন্তু দল ও এলাকার মানুষের টানে আমি উখিয়া ছাত্রলীগের পদে আসতে চাই। আমার অনেক সহযোদ্ধাও আমাকে এই পদে লড়তে উৎসাহ যোগাচ্ছে।
ইবনুল আকিব চৌধুরী বলেন, ‘আমি দলের জন্য সর্বোচ্চ কাজ করার প্রত্যাশা রেখে উখিয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পড়ে লড়ার অঙ্গীকার করেছি। যদি পদ পাই তবে অবশ্যই সবাই আমার কাজ দেখতে পাবেন।’
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।