জাহেদুল ইসলাম, লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক মোঃ আবদুল জলিল।
রবিবার (১৬ জুলাই) অানুষ্ঠিকভাবে তিনি কর্মস্থলে যোগদান করেছেন।
ইন্সপেক্টর আবদুল জলিল ইতোপূর্বে লোহাগাড়া থানায় সাব-ইন্সপেক্টর হিসেবে ৩ বছর কর্মরত ছিলেন।
দক্ষ ও যোগ্যতার সাথে সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) হিসেবে ৯ মাস দায়িত্ব পালন শেষে চুনতি পুলিশ ফাাঁড়িতে যোগদান করেছেন।
চুনতি পুলিশ ফাঁড়িতে নবাগত ইনচার্জ মোহাম্মদ আবদুল জলিল যোগদান করায় লোহাগাড়ার সর্বস্থরের জনসাধারণের পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।