অনলাইন ডেস্ক:
বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা বেশ কয়েক বছর হয়ে গেল কোনো ছবিতেই কাজ করছেন না। ইন্ডাস্ট্রি থেকে প্রায় সরেই গেছেন। তবে তার বাচ্চা ইমেজ এখনও পর্যন্ত রয়েই গেছে। কিন্তু ইন্ডাস্ট্রিতে থাকার সময় থেকেই নিজের মতেই চলতে বেশি পছন্দ করতেন প্রীতি। তবে একবার নয়, বহুবার নাকি যৌন হেনস্থার শিকার হন তিনি!

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রীতি বলেন, তিনি মেয়েদের স্কুলে পড়তেন। সেখানে কোনো ইভটিজার ছিল না। কিন্তু তিনি যখন দিল্লি যান সেখানে হেনস্থার শিকার হন। সেখানে বিভিন্নভাবে তাকে হেনস্থা করা হয় বলে জানান। এরপর একদিন কয়েকটা ছেলেকে ধরে মারেন প্রীতি। তখন ভাইয়ের কথা মনে পড়ে তার। ভাই তাকে এই সব ঝামেলার মধ্যে জড়াতে বারণ করেছিলেন। আর সেই কারণেই মুম্বাইতে চলে যান তিনি। কিন্তু, মুম্বাইতে পরবর্তীকালে তার কোনো সমস্যাই হয়নি। সেই হেনস্থার দিনগুলি তার কাছে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন প্রীতি। যা তিনি কখনোই ভুলতে পারবেন না। তখন রাস্তায় বের হলেই একটা ভয় কাজ করত তাঁর মধ্যে। একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন প্রীতি।