সংবাদ বিজ্ঞপ্তি

রামুর-কক্সবাজারের বন্যায় ক্ষতিগ্রস্থ সবকটি ইউনিয়নে সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুহাম্মদ সহিদুজ্জামানের ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। রামুর অন্যান্য ইউনিয়নের মত মিঠাছড়ি ও খুনিয়া পালং ইউনিয়নেও পাঁচ শতাধিক পরিবারের নারী-পুরুষের মাঝে ত্রাণের চাউল তোলে দেন তিনি।

ত্রাণ বিতরণকালে সাবেক এই সংসদ সদস্য বলেন, বন্যায় কক্সবাজার-রামুর গ্রামীণ জনপদে মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়েছে। রাস্তা-ঘাট ক্ষতবিক্ষত হয়ে গ্রামীণ জনগণের দুর্ভোগ বাড়িয়েছে। অনেক জায়গায় ব্রীজ কালভার্ট পারাপারে সমস্যা হচ্ছে। এসব সমস্যা সমাধানে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুহাম্মদ সহিদুজ্জামান।

এসময় ত্রাণ বিতরণকালে মিঠাছড়িতে উপস্থিত ছিলেন, আলহাজ্ব হাশমত আলী, ফরিদুল আলম মেম্বার, আব্দুল্লাহ কোম্পানী, আনসারুল হক, অলীউল্লøাহ এবং খুনিয়া পালং এ উপস্থিত ছিলেন, মোঃ কামাল উদ্দিন, মাওলানা মুস্তাফিজুর রহমান, শোয়াইব চৌধুরী, ফয়েজ উল্লাহ মেম্বার, আবুল কালাম, কবির আহমদ, ছৈয়দ আহমদ মেম্বার, মহিলা মেম্বার সাবেকুন্নাহার, আজিজুর রহমান সিকদার ও মুরশেদুর রহমান প্রমূখ।