মুহাম্মদ জাহাঙ্গীর আলম, টেকনাফ:
টেকনাফ পৌর ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রীর মৃত্যু ও অপর এক শ্রমিক আহত হয়েছে।
জানা যায়, ১৬জুলাই সন্ধ্যা ৬দিকে টেকনাফ পৌর ভবনের ৩য়তলায় রাজমিস্ত্রী আলী আকবর রড তোলার সময় অসাবধানতবশত বিদ্যুতের তারে লাগলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় তাকে উদ্ধার করতে গিয়েই রোহিঙ্গা শ্রমিক ছৈয়দ নুর (৩০) আহত হয়। তাদের দ্রুত উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে রাজমিস্ত্রী আলী আকবর মৃত্যুরকোলে ঢলে পড়েন এবং শ্রমিক ছৈয়দ নুর আশংকামুক্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। উক্ত রাজমিস্ত্রী মূলত সাবরাং ইউনিয়নের হারিয়াখালীর বাসিন্দা জালাল আহমদের পুত্র রাজমিস্ত্রী আলী আকবর (৫০)হ লেও বর্তমানে টেকনাফ সদরের হাজম পাড়ায় বসবাস করে আসছে।
এই দূঘর্টনার খবর পেয়ে টেকনাফ পৌর মেয়র হাজী মোঃ ইসলামের নেতৃত্বে কমিশনার ও কয়েকজন সদর ইউপি মেম্বারদের নিয়ে হাসপাতালে ছুটে যান।

এই রিপোর্ট লেখা পর্যন্ত টেকনাফ সদর ইউপির ৭নং ওয়ার্ড মেম্বার শহীদুল ইসলাম জানান, যাবতীয় কার্যক্রম শেষে লাশ দাফনের জন্য বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে। টেকনাফ পৌরসভার মেয়র হাজী মোঃ ইসলাম জানান,এই ব্যাপারে কোন মামলা করার জন্য নিহতের পরিবার রাজি হইনি। তাই এমপি আব্দুর রহমান বদি ও পৌরসভার পক্ষ থেকে প্রাথমিকভাবে নিহতের পরিবারকে ৫০হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে এবং লাশ দাফনের জন্য বাড়িতে নেওয়া হচ্ছে।