প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামীলীগ খুরুশকুল ইউনিয়ন শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমানুল হক চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
রবিবার রাত ৮ টা ৪৫ মিনিটের সময় ৮৪ বছর বয়সে খুরুশকুল ইউনিয়নের কাওয়ার পাড়াস্থ নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার ৫ পুত্র, ৫ কন্যা ছিল।
সোমবার বাদে জোহর খুরুশকুল ইউনিয়ন পরিষদ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
এদিকে আমানুল হক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জসিম, সাংগঠনিক সম্পাদক হাসান সিকদার, প্রচার সম্পাদক আবদুশ শুক্কুর, ইউনিয়ন যুবলীগের সভাপতি কাজী দিদারুল আলম, সহ-সভাপতি ফেরদৌস ওয়াহেদ লিমন, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, যুবলীগ নেতা গিয়াস উদ্দিন, শফিউল্লাহ পুতিয়া, ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হেদায়েত উল্লাহ বাবুল, ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আনোয়ার, ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সহিদুল্লাহ, সদর উপজেলা ছাত্রলীগ নেতা কাজী তামজিদ পাশা, ফখরুদ্দীন, রমজান আলী জিতু, এখলাছুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইদুল করিম, সাধারণ সম্পাদক ফয়সাল উদ্দিন।
তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য-আমানুল হক চৌধুরী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।