ইয়াঙ্গুন, ১৬ জুলাই, ২০১৭ (বাসস): মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যের মাঙ্গতাউ শহরে সন্ত্রাসীদের পেতে রাখা বোমা বিস্ফোরণে তিন জন নিহত ও অপর একজন আহত হয়েছে। রোববার মিয়ানমার বার্তা সংস্থা একথা জানিয়েছে।
চার ব্যক্তি শনিবার সকালে পিয়াউং পিক ও এনজিএ সার কিউ গ্রামের মধ্যবর্তী স্থানের একটি পাহাড়ের পাদদেশে ক্ষেতে কাজ শেষে বিশ্রাম নিচ্ছিল। এ সময় বিস্ফোরণটি ঘটে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
নিরাপত্তা বাহিনীর সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।
তারা আহতদের মাঙ্গতাউ হাসপাতালে পাঠিয়েছে।
এদিকে, চলতি সপ্তাহে সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত সন্দেহে নিরাপত্তা বাহিনীর সদস্যরা একই রাজ্যের ইয়াথেডাউং শহর থেকে আরো আট জনকে গ্রেফতার করেছে।
মিয়ানমারে বিস্ফোরণে নিহত ৩, আহত ১
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।