ডেস্ক নিউজ:
সোনালী ব্যাংক লিমিটেডের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদে পদোন্নতি পেয়ে যোগদান করেছেন মো. শওকত ইসলাম।
রোববার সোনালী ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ব্যাংকটি জানায়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সরকারি আদেশ বলে গত মঙ্গলবার (১১ জুলাই) অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক পদ থেকে তাকে পদোন্নতি দেয়া হয়। এর আগে শওকত ইসলাম অগ্রণী ব্যাংকের মাঠপর্যায়ে শাখা ব্যবস্থাপক, একাধিক কর্পোরেট শাখার শাখা প্রধানের দায়িত্ব পালন করেন।
এছাড়া মহাব্যবস্থাপক হিসেবে তিনি প্রধান শাখা, চট্টগ্রাম সার্কেল, ফরিদপুর সার্কেল, খুলনা সার্কেল, ময়মনসিংহ সার্কেল, বরিশাল সার্কেল, ক্রেডিট, এস্টাবলিস্টমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিভিশন, প্রকিউরমেন্ট অ্যান্ড কমন সার্ভিসেস ডিভিশন এবং সর্বশেষ ঢাকা, সার্কেল-১ এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৮৬ সালে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির মাধ্যমে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং পেশা শুরু হয়। শওকত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত রসায়ন বিষয়ে স্নাতকোত্তরসহ এলএলবি ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি তার ক্যারিয়ার ডেভেলপমেন্টে হংকং এবং মালয়েশিয়ায় একাধিক সেমিনারে যোগদান করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।