কালেরকন্ঠ :
দেশে ইয়াবার অনুপ্রবেশ ঠেকাতে কক্সবাজারে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তের নাফ নদীতে জেলেদের মাছ ধরা বন্ধের ঘোষণা দিতে পারে সরকার। শনিবার নগরীর পতেঙ্গায় র্যাব-৭ কার্যালয়ে এক অনুষ্ঠানে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, জেলেরা সমুদ্রে গিয়ে মাছ ধরলে আমাদের কোনো বাধা নেই। আমরা শুধু অনুরোধ করব তারা যেনো নাফ নদীতে না যান। যাতে আমাদের বিজিবি এবং কোস্টগার্ডের নজরদারিতে এসে যায়-কারা সীমান্ত পাড়ি দেয় এবং এখানে ইয়াবা নিয়ে আসে। তাহলে ইয়াবা নিয়ে আরো সুন্দরভাবে কাজ হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রথমে পরীক্ষামূলকভাবে এ সংক্রান্ত কর্মসূচি ঘোষণা করা হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, আবদুল লতিফ এমপি, চট্টগ্রামের সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আতাহার আলী, সিএমপি কমিশনার ইকবাল বাহার। পরে মদ, গাঁজা, বিয়ার, ইয়াবা, ফেনসিডিলসহ র্যাবের জব্দ করা বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়।